একটা বিশাল প্রশ্নবোধক চিহ্নের জন্ম দিয়েই বিয়ে করেছিলেন মডেল-অভিনেত্রী মোনালিসা। আমেরিকা থেকে ভেসে আসা তার হঠাৎ বিয়ের খবর শুনে তখন সবাই ভ্রু কুঁচকে ছিলেন। কারণটা পরিষ্কার। মোনালিসা গিয়েছিলেন আমেরিকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে। অনুষ্ঠান আয়োজকদের টাকায় আমেরিকায় গিয়ে মোনালিসা অনুষ্ঠানে যোগ না দিয়ে গায়েব হয়ে যান। পরে জানা যায়, তিনি তার আত্দীয়র বাসায় উঠেছেন এবং বিয়ে করছেন। বিয়ের খবরটি তিনি গোপনই রাখতেন। না রাখার কারণ, এমনিতেই অনুষ্ঠানে যোগ দেননি, সঙ্গে বিয়ে। এত বিতর্কের ধকল সামলানোর ভয়েই তিনি দেশের মিডিয়ায় বিয়ের খবর জানিয়ে দেন। মিডিয়ায় ফলাও করে আমেরিকান প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে মোনালিসার বিয়ের খবর প্রকাশ হয়। একই সঙ্গে নাটকপাড়ার মানুষদের মধ্যে গুঞ্জন ওঠে, মার্কিন নাগরিকত্বের জন্যই মোনালিসা বিয়েটা করছেন না তো! এ গুঞ্জনটা অনুষ্ঠানের আমন্ত্রণে গিয়ে অনুষ্ঠানে যোগ না দিয়ে হুট করে বিয়ে করার জন্যই। এখন মোনালিসার ডিভোর্সের খবর শোনা যাচ্ছে। মোনালিসা স্বীকারও করেছেন পরিচিত এবং স্বজনদের কাছে। ডিভোর্স এখন প্রক্রিয়াধীন। আগামী জুনের মধ্যে ডিভোর্স চূড়ান্ত হবে। এ খবর জানার পর পুরনো গুঞ্জনটা আরও রসালো হয়েছে। শুটিং স্পটগুলোর গ্রিন রুমে এবং মোবাইলে-মোবাইলে ফিসফিসাফিসফিস, ‘আমেরিকার সিটিজেন হয়ে গেছে। এখন তো ডিভোর্স হবেই।’
মোনালিসা এখন আমেরিকায়। জানা গেছে, ডিভোর্স শেষেই তিনি দেশে ফিরবেন। আবার কাজে যোগ দেবেন। তখন নিশ্চয়ই তাকে ‘বিয়ে-ডিভোর্স’ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হবে। তিনি তখন নিজের পক্ষে যতই সাফাই গান না কেন, নাটকপাড়ার মানুষদের বেশিরভাগেরই দৃঢ় বিশ্বাস, মোনালিসা আমেরিকার সিটিজেনশিপের জন্যই বিয়েটা করেছিলেন। মনোমালিন্যের কথা ‘শাক দিয়ে মাছ’ ঢাকার জন্যই।