তিতাসের সাবেক ও বর্তমান ৪ পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ

0
130
Print Friendly, PDF & Email

তিতাসের বর্তমান ও সাবেক চার পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার রাজধানীর সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে দুদকের উপ-পরিচালক মো. আহসান আলী তাদের জিজ্ঞাসাবাদ করেছেন।

অভিযুক্তরা হলেন-তিতাসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আজিজ খান, সাবেক পরিচালক (অপারেশন) প্রকৌশলী খালিদ হাসান, বর্তমান মহাব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মজিবুল হক ও আরেক মহাব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফুয়াদুল ইসলাম।

অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

অভিযোগপত্রে বলা হয়, মো. আব্দুল আজিজ খান ২০০৯ সালে ব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন সময়ে সরকার কিছু বাসায় গ্যাস সংযোগ দিতে নিষেধ করে। কিন্তু তিনি আদেশ অমান্য করে ঘুষের মাধ্যমে অবৈধভাবে বিভিন্ন বাসায় গ্যাস সংযোগ দেন।

অভিযোগে আরো বলা হয়, বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত ঘুষ নেয়া হয়। কোটি কোটি সরকারি টাকা আত্মসাতের তথ্য তিতাসের একটি অনুসন্ধানে বের হলে তিতাসের পক্ষ থেকে দুদকে এই অভিযোগ আসে। দুদক অভিযোগটি আমলে নেয়। এরই ধারাবাহিকতায় দুদক তাদের জিজ্ঞাসাবাদ করেছে।

শেয়ার করুন