ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বিনিয়োগকারীদের কথা বিবেচনা করে মার্জিন ঋণ সুবিধা দেয়ার কার্যকারিতা আরও ৬ মাস বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। মার্জিন ঋণ সুবিধার কার্যকারিতা ৩১শে মার্চ ২০১৪ শেষ হয়ে যাওয়ায় ডিএসইর এক আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে কমিশন ১লা এপ্রিল থেকে বাড়িয়ে ৩০শে সেপ্টেম্বর ২০১৪ করা হয়েছে। মার্জিন রুলস, ১৯৯৯-এর বিধি ৩(৫)-এর কার্যকারিতা অনুযায়ী স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগে গত ৩০শে মার্চ অনুষ্ঠিত ডিএসইর পর্ষদ সভায় সদস্যদের সম্মতিক্রমে মার্জিন ঋণ সুবিধা দেয়ার কার্যকারিতার সময় বাড়ানোর অনুমোদন দেয়া হয়।
এরপর ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হয়। এরপরই বিএসইসি এ ঋণের কার্যাকারিতার সময়সীমা ৬ মাস বাড়িয়ে ৩০শে সেপ্টেম্বর করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ২৬শে সেপ্টেম্বর ৪৯৪তম কমিশন সভায় পুঁজিবাজার তথা বিনিয়োগকারীদের স্বার্থে ৩০শে সেপ্টেম্বর ২০১৩ থেকে বাড়িয়ে ৩১শে মার্চ ২০১৪ করা হয়েছিল।