নিখোঁজ মালয়েশিয়ান বিমানের অনুসন্ধানের কাজ অব্যাহত রয়েছে। দক্ষিণ ভারত মহাসাগরে তন্নতন্ন করে অনুসন্ধান চালানো হলেও বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে কেবল মহাসাগরের আবর্জনা ওঠে আসছে। আর তাতে বিমানের ২৩৯ আরোহীর স্বজনদের হৃদয়ে রক্তক্ষরণই বাড়ছে।
গত ৮ মার্চ কুয়ালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ফাইট৩৭০ নিখোঁজ হয়ে যায়। ২৬ দিনের মধ্যেও বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে বিমান ও জাহাজের পাশাপাশি সাবমেরিনও মোতায়েন করা হয়েছে উদ্ধার অভিযানে।
মালয়েশিয়া কর্তৃপক্ষ মঙ্গলবার বিমান ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারের মধ্যকার রেডিও চ্যাটারের ট্রান্সক্রিপ্ট প্রকাশ করেছে। তাতে কোনো অনিয়ম দেখা যায়নি।
এদিকে বিমানের অনুসন্ধান কাজের অগ্রগতি দেখতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বুধবার অস্ট্রেলিয়া যাচ্ছেন। বর্তমানে অস্ট্রেলিয়া থেকেই অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিমানটি ভারত মহাসাগরেই বিধ্বস্ত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।