শার্শায় ভুয়া ম্যাজিস্ট্রেট-র্যাব আটক

0
221
Print Friendly, PDF & Email

যশোরের শার্শায় র‌্যাব ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চাঁদাবাজির সময় নয় প্রতারককে আটক করেছে পুলিশ।
 
শার্শা থানার ওসি (পরিদর্শক) আহমেদ কবির হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে বসতপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় তাদের সঙ্গে থাকা একটি মাইক্রোবাসসহ ২ হাজার ৫শ টাকা জব্দ করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো দুইজন ৬৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলেও জানান তিনি।  

আটকরা হচ্ছে- বেনাপোল পোড়াবাড়ী গ্রামের জয়নাল আবেদীন (৪৮) ও রফিকুল ইসলাম (২৮), সাদীপুর গ্রামের সোহেল হোসেন (২৫), শার্শার শফিকুল ইসলাম (৩৫), যশোর সদরের হায়দার আলী (৩৮), ঘোপ নওয়াপাড়ার আব্দুল হামিদ (৩৮), বসুন্দিয়ার ম্যাজিষ্ট্রেট পরিচয় দানকারী ফিরোজ কিবরিয়া (৪৮), দায়িদগাছি গ্রামের মশিয়ার রহমান (৪৩) ও যশোর নিউ মার্কেট এলাকার শেখ শাহাবুদ্দিন।

আহমেদ কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভুয়া মোবাইল কোর্ট বসিয়ে চাঁদাবাজি চলছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।

প্রতারক চক্রটি বিভিন্ন সময়ে মানবাধিকার নেতাসহ র‌্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল।

আটকদের বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন