বুধবার ও বৃহস্পতিবার রাঙামাটিতে অবরোধ

0
200
Print Friendly, PDF & Email

অপহৃত দুই নৌ-যান শ্রমিক উদ্ধারের দাবিতে বুধবার ও বৃহস্পতিবার রাঙামাটিতে সড়ক ও নৌ-পথে অবরোধের ডাক দিয়েছে রাঙামাটি জেলা সড়ক ও নৌ-পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

মঙ্গলবার সন্ধ্যায় অবরোধের এ ঘোষণা দেওয়া হয়। ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক মঈনউদ্দিন সেলিম অবরোধের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মঈনউদ্দিন সেলিম জানান, সন্ত্রাসীদের হাতে দুই নৌ-যান শ্রমিক অপহরণের এক সপ্তাহ হলেও প্রশাসন তাদের উদ্ধারে ব্যর্থ হওয়ায় এ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গত ২৫ মার্চ রাতে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে জসিম উদ্দিন ও আবুল কাশেম নামের দুই নৌ-যান শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় একদল অস্ত্রধারী।

এ ঘটনার পর অপহৃতদের উদ্ধারে জেলা সড়ক ও নৌ-পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ প্রশাসনকে ২৯ মার্চ পর্যন্ত আল্টিমেটাম দেয়।

এ সময়ের মধ্যে প্রশাসন তাদের উদ্ধারে ব্যর্থ হলে ৩০ মার্চ রাঙামাটিতে সড়ক ও নৌ-পথে অবরোধের ডাক দেয় জেলা সড়ক ও নৌ-পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

তবে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে এ অবরোধ স্থগিত করে জেলা সড়ক ও নৌ-পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এর দুদিন পর মঙ্গলবার আবারো দুদিনের অবরোধ কর্মসুচি ঘোষণা করে রাঙামাটি জেলা সড়ক ও নৌ-পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

শেয়ার করুন