ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার বলেছেন, বিপদগামী যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে ক্রীড়ার কোন বিকল্প নাই। সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য ক্রীড়াই সহায়ক ভূমিকা পালন করে।
মঙ্গলবার বিকেলে মহম্মদপুর উপজেলা সদরের আর এস কে এইচ ইনস্টিটিউশনের ৫৮তম বার্ষিক ছাত্রসপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছে। বিশ্ব ক্রিকেটের সফল আয়োজক হিসেবে ইতোমধ্যে আমরা ব্যাপক সুনাম অর্জন করেছি। সামনে দেশে ক্রিকেটের আরো বড় আসর বসবে। ক্রীড়ার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসালাম, সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জমান, আর এস কে এইচ ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন