ইসি মোবারক সরকারের খাস গোলাম : খন্দকার মাহবুব

0
135
Print Friendly, PDF & Email

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, গণতন্ত্র না থাকলে মানবাধিকার থাকতে পারে না।  দেশে এখন গণতন্ত্র নেই। তাই মানবাধিকারের প্রশ্ন অবান্তর। তিনি বলেন, উপজেলা নির্বাচনে প্রমাণিত হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের স্বাধীনতা বলতে কিছু নেই। ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুল মোবারকের বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তিনি সরকারের আজ্ঞাবহ খাস গোলাম।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রাইটস এন্ড সোশাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন আয়োজিত ‘অবরুদ্ধ গণতন্ত্র ও বিপন্ন মানবাধিকার আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, পাঁচ বছরের আগে ক্ষমতা ছাড়তে না চাইলে আওয়ামী লীগকে করুণভাবে বিদায় নিতে হবে। তখন আর পুলিশের অস্ত্র কাজে লাগবে

শেয়ার করুন