আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

0
926
Print Friendly, PDF & Email

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় আলী আযম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে আক্কেলপুর স্টেশন এ দুর্ঘটনা ঘটে। আক্কেলপুর স্টেশন মাস্টার খাদিজা বেগম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার জানান, আলী আযম আক্কেলপুর স্টেশনে রেল লাইনের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। রাজশাহী থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশ করলে তিনি ট্রেনের ধাক্কায় পাশে ছিটকে পড়েন।

এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে আক্কলপুর ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

শেয়ার করুন