বগুড়ায় পুলিশ কনস্টেবলের বাড়ি থেকে ৬৩ টি স্বর্নের বার উদ্ধার

0
213
Print Friendly, PDF & Email

ঢাকার রামপুরা থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবলের বাড়ি থেকে ৬৩ টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে সোনাতলা থানা পুলিশের সহযোগিতায় স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয়।

বগুড়ার সোনাতলা থানা সুত্রে জানাযায়, সোনতলা থানার গোড়া পাইকড় গ্রামের মৃত নকিবর রহমানের ছেলে ওয়াহেদুল ইসলাম (৪২) ঢাকার রামপুরা থানায় কর্মরত আছেন। ঢাকার রামপুরা থেকে খোয়া যাওয়া ২৮০ টি স্বর্নের বার উদ্ধার করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম সোমবার দিবাগত রাত ১টায় সোনতলায় পৌঁছে । পরে সোনাতলা থানা পুলিশের সহযোগিতায় ওয়াহেদুলের বাড়ির গোয়াল ঘরে মাটি খুড়ে ৬৩ টি স্বর্ণের বার উদ্ধার করে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান স্বর্ণের বার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান ,ঢাকা থেকে আসা মহানগর গোয়েন্দা পুলিশকে সহযোগিতার করলেও তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না

শেয়ার করুন