নির্বাচনে অনিয়ম অস্বীকারের সুযোগ নেই : শাহ নেওয়াজ

0
171
Print Friendly, PDF & Email

নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, উপজেলা নির্বাচন সম্পূর্ণভাবে সুষ্ঠু বলা যাবে না। ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠান হওয়ায় অনিয়মগুলো বেশি চোখে পড়ছে। তিনি বলেন, নির্বাচনে অনিয়ম অস্বীকারের সুযোগ নেই। যাদের দিয়ে নির্বাচনী কাজ করিয়েছি তারা ঠিকভাবে দায়িত্ব পালন না করায় এমন অনিয়মের ঘটনা ঘটেছে। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার পরও সহিংসতার ঘটনা ঘটেছে। আগের কমিশনারদেরও এ নিয়ে অতৃপ্তি ছিল। তিনি বলেন, এটা আমাদের স্বীকার করতেই হবে যে কিছুটা হলেও অনিয়ম হয়েছে। অনিয়মগুলো পর্যালোচনা করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন