মঙ্গলবারের অধিবেশন শুরু

0
171
Print Friendly, PDF & Email

দশম সংসদের চলতি অধিবেশনে মঙ্গলবাবের কার্যসূচি শুরু হয়েছে। বিকেল ৫টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

এর আগে সোমবার ২৯ তম কার্যদিবস শেষে রাত ৯টা ৩৭ মিনিটে স্পিকার সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন।
 
এদিন শুরুতে রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন। এরপর রয়েছে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা। এছাড়া সরকারি কর্ম কমিশনের বার্ষিক প্রতিবেদন উত্থাপন করা হবে। মঙ্গলবারও বেশ কয়েকটি সংসদীয় কমিটি গঠন হতে পারে।
 
দশম সংসদের যাত্রা শুরু হয় ২৯ জানুয়ারি। প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ স্বাগত ভাষণ প্র্রদান করেন। প্রথম এই অধিবেশন শেষ হবে ৩ এপ্রিল

শেয়ার করুন