পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে উদ্দেশ্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, মন্ত্রীদের শিষ্টাচারের একটা লেভেল মেনে চলা উচিত।
গতকাল সোমবার অর্থমন্ত্রীর সমালোচনা করে পরিকল্পনামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এর জবাবে আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুহিত একথা বলেন।
বিশ্বব্যাংক থেকে পেনশন নেওয়ার অভিযোগ প্রসঙ্গে মুহিত বলেন, পরিকল্পনামন্ত্রী ভুল তথ্যের ওপর বক্তব্য দিয়ে ফেলেছেন। আই ডোন্ট গেট এনি পেনশন ফ্রম এনি ওয়ান ইন দ্যা ওয়ার্ল্ড এক্সপেকটিং গভর্মেন্ট অব বাংলাদেশ।
পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে আমি একদিন বলেছিলাম যে, পদ্মাকে অসম্মান করার কারণে আমি বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে চাই। তবে আমি এটাও বলেছি যে, মামলা হয়তো করবো যখন মন্ত্রী থাকবো না এবং প্রাইভেট সিটিজেন হবো। কারণ মন্ত্রী হিসেবে বিশ্বব্যাংক বাংলাদেশের হাইয়েস্ট ডেভলপমেন্ট পার্টনার। সুতরাং মন্ত্রী হিসেবে মামলা করাটা শিষ্টাচার বহির্ভূত।
পিপিপি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, পিপিপি হচ্ছে একটি ইন্টারন্যাশনাল কনসেপ্ট। আমি বাংলাদেশে এটা সৃষ্টি করিনি।