অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৫৪ রান

0
124
Print Friendly, PDF & Email

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে ১৫৪ রান চাই অস্ট্রেলিয়ার।

টসে জিতে ব্যাট করতে নেমে সাকিব-মুশফিকের শতরানের জুটিতে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে বাংলাদেশ।

৫২ বলে ৬৬ রান করে ডাগ বলিঞ্জারের বলে ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়েন সাকিব। ৪০ বলে অর্ধশতক করেন তিনি।

তিন নম্বরে ফিরেই সাফল্য পেয়েছেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে খেলেছিলেন ৩৮ রানের ভালো একটি ইনিংস। এবার পেলেন অর্ধশতক।  চলতি টুর্নামেন্টে এটাই বাংলাদেশের প্রথম অর্ধশতক।

তৃতীয় উইকেটে ১১২ রানের জুটি গড়েন মুশফিক-সাকিব। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জুটি। আগের সর্বোচ্চ ছিল ১০৯ রান। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ রান করেছিলেন আফতাব আহমেদ ও মোহাম্মদ আশরাফুল।

দ্বিতীয় ওভারেই বিদায় নেন এনামুল হক। নাথান কোল্টার-নাইলের বলে এগিয়ে খেলতে গিয়ে প্রথম স্লিপে শেন ওয়াটসনের হাতে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন ডানহাতি এই ব্যাটসম্যান।

পরের ওভারে ফিরে সাফল্য পেয়েছেন কোল্টার-নাইল। জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে মিডঅফে সহজ ক্যাচে দিয়ে ফিরেছেন তামিম ইকবাল।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।

বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন এসেছে। দলে ফিরেছেন মমিনুল হক ও সোহাগ গাজী। চোট পাওয়া মাশরাফি বিন মুর্তজার জায়গায় আসা তাসকিন আহমেদের অভিষেক হয়েছে।

বাদ পড়েছেন জিয়াউর রহমান ও শামসুর রহমান

শেয়ার করুন