মাওলানা সুবহানের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন কাল

0
257
Print Friendly, PDF & Email

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে বুধবার।
মঙ্গলবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ সীমন এবং সুবহানের আইনজীবী মিজানুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৭ মার্চ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ মামলাটি ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করেন। এরপর আজ ট্রাইব্যুনাল-২ এ মামলাটি কজলিস্টে নিয়ে আসেন।
এরপর প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমনের আবেদনের পরিপ্রেক্ষিতে সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করে আদেশ দেন আদালত।
২০১২ বছরের ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে মাওলানা সুবহানকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী।
তার বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুন্ঠনসহ নয়টি অভিযোগ আনা হয়েছে

শেয়ার করুন