দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
আজ মঙ্গলবার প্রেস কাব মিলনায়তনে ঢাকা মহানগর যুবদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
ব্যারিস্টার রফিক বলেন, দেশে এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। জনগণের টাকায় পরিচালিত পুলিশ জনগণের নামে এভাবে মিথ্যা মামলা দিতে ও নির্যাতন করতে পারে না।
তিনি বলেন, সারা দেশে গুম খুনের মহোৎসব চলছে। গুম খুনের কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই । কে কখন গুম এবং খুন হবে তার কোনো নিশ্চয়তা নেই। এভাবে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল প্র