দিনাজপুরে ভোটের দিন আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় আহত বৃদ্ধের মৃত্যু

0
527
Print Friendly, PDF & Email

সোমবারের উপজেলা নির্বাচনে দিনাজপুরের বিরলে আইন-শৃঙ্খলাবাহিনীর ধাওয়ায় আহত এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার সকাল ১১টায় বিরল উপজেলার মাধববাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে জটলা করার সময় কর্তব্যরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লাঠিচার্জে কোবাত আলী (৮৫) নামক এক বৃদ্ধ ভোটার আহত হন। তিনি মাধববাটী করলা গ্রামের মৃত সাদের শাহ’র পুত্র। সোমবার রাত ১০ টায় নিজ বাড়ীতে তিনি মারা যান। বিরল উপজেলার ৫নং বিরল ইউনিয়ন বিএনপির সভাপতি ও নিহতের ভাতিজা রুহুল আমীন অভিযোগ করেন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কোন কারণ ছাড়াই তার বড়আব্বার কোবাত আলীর উপর লাঠিচার্জ করে। বয়স্ক হওয়ায় লাঠির আঘাত সহ্য না করতে পেরে তিনি পরে মারা যান। তবে বিরল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, ওই এলাকায় কোন লাঠিচার্জের ঘটনা ঘটেনি। এটি এক ধরনের গুজব।

শেয়ার করুন