ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভলসের নাম ঘোষণা করেছেন। আজ ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। এদিকে ৫১ বছর বয়সী সুদর্শন ভলস সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী জাঁ মার্ক অ্যারল্টের স্থলাভিষিক্ত হচ্ছেন। স্থানীয় নির্বাচনে বড় ব্যবধানে পরাজয়ের পর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন প্রধানমন্ত্রী অ্যারল্ট। গতকাল তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। ওদিকে পদত্যাগের আগে অ্যারল্ট স্বীকার করেছেন যে বহু ভোটার তার প্রশাসনের ওপর থেকে আস্থা হারিয়েছেন। তিনি বলেন, বার্তাটি স্পষ্ট। প্রেসিডেন্ট ইতি টানবেন এবং তিনি তা করবেন ফ্রান্সের স্বার্থের জন্য। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করতে শক্তভাবে হাল ধরতে সক্ষম হবেন নতুন প্রধানমন্ত্রী, এমনটাই আশা করছেন প্রেসিডেন্ট ওঁলাদে। একই সঙ্গে ফ্রান্সের অপরাধ আইন আরও জোরদার হবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল সদ্যসমাপ্ত স্থানীয় নির্বাচনে ভরাডুবির সম্মুখীন হয়। অন্যদিকে, কনজারভেটিভ ও উগ্র ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট (এফএন) দল দুটি বেশ ভালো সমর্থন পাওয়ায় তা সরকারি দলকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।