‘স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা স্বাভাবিক’

0
113
Print Friendly, PDF & Email

চতুর্থ উপজেলা নির্বাচন নিয়ে সন্তুষ্ট সরকারি দল আওয়ামী লীগ। এছাড়া উপজেলা নির্বাচন প্রভাবিত হয় এমন কোন কাজ সরকার বা আওয়ামী লীগ করেনি বলে দাবি করেছে তারা। আজ দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন আগামীতে উপজেলা নির্বাচন দলীয়ভাবে করার চিন্তাভাবনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা স্বাভাবিক বিষয়। অতীতেও উপজেলা নির্বাচনে এ ধরনের ঘটনা ঘটেছে। নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট এই বলে শুরুটা ভাল হয়েছিল শেষটাও ভাল হয়েছে। ওবায়দুল কাদের চ্যালেঞ্জ করে বলেন, আমরা নিবাচনে এমন কোন কাজ করিনি যাতে প্রশাসনের লোকজন প্রভাবিত হয়। তাদের বলেছি সঠিকভাবে দ্বায়িত্ব পালন করার জন্য। সরকারের যাতে দুর্নাম না হয়। তিনি বলেন সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করতো তাহলে বিএনপির এত প্রার্থী জয়লাভ করতো না। জামায়াতে ইসলামীরও এত প্রার্থী জয়লাভ করতো না। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।   

শেয়ার করুন