বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ করেননি বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেছেন, আপনি যেমন মুক্তিযুদ্ধে অংশ নেননি। তেমনি আপনার পিতা শেখ মুজিবুর রহমানও মুক্তিযুদ্ধ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়াতেই সবাই মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছে। তাকে (জিয়া) উপেক্ষা করা যাবে না।
তিনি আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস কাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
কাজী জাফর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনা আবদুল মোবারকের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, সাংবিধানিক পদে থেকেও সমালোচনা সহ্য করতে পারেন না। এতে প্রমাণ হয়, আপনি শাসক দলের কর্মী