হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ কেজি ২০০ গ্রাম ওজনের ৬২টি স্বর্ণের বারসহ দুবাই ফেরত দুইজনকে আটক করা হয়েছে। এরা হলেন- মো. দুলাল হোসেন (২৫) ও শাহেদুর রহমান (৪৫)। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় তিন কোটি টাকা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ক্যানপি এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা বিভাগের উপপরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, আটক দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে এক পর্যায়ে তল্লাশি করা হয়। এ সময় তাদের অন্তর্বাস ও পায়ের গোড়ালিতে পরা অ্যাংলেটের ভিতরে সোনার বারগুলো পাওয়া যায়। স্বর্ণের বারগুলোর মোট ওজন সাত কেজি ২০০ গ্রাম বলে জানান তিনি।
মুস্তাফিজুর রহমান বলেন, আটক দুইজন গত মাসে তিন থেকে চার বার দুবাই যাওয়া-আসা করেছে। তারা সোনা চোরাচালানের সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে। আজ তারা বিমানের এফজেড-৫৮৩ ফাইটে দুবাই থেকে ঢাকা ফিরছিলেন।