পঞ্চম দফার উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল, কারচুপি, জালভোট দেয়া, পুনরায় নির্বাচন দাবি ও অ্যাজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার প্রতিবাদে মঙ্গলবার আট জেলার ১১ উপজেলায় ডাকা হরতাল চলছে।
আট জেলার ১১ উপজেলায় হরতালের ডাক দিয়েছে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ।
সিরাজগঞ্জের শাহজাদপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙ্গা উপজেলায় মঙ্গলবার আধা বেলা হরতাল পালন করছে উপজেলা বিএনপি।
সাতক্ষীরা সদর, তালা ও দেবহাটা উপজেলায় আধা বেলা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এর আগে এ তিন উপজেলার নির্বাচন বর্জন করে জামায়াত সমর্থিত প্রার্থীরা।
নারায়ণগঞ্জের আড়াইহাজার, ফেনীর ছাগলনাইয়া এবং বরগুনা সদর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে উপজেলা বিএনপি।
এ ছাড়া, রাঙ্গামাটি সদর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার অনুষ্ঠিত সদর উপজেলা নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে হরতালের ডাক দেয় দলটি।
পঞ্চম ধাপে দেশের ৭৩ উপজেলায় সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।