আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যে কোনো স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। সহিংসতা শূণ্যের কোঠায় থাকলে ভালো হতো।
তিনি আজ দলের সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে উপজেলা নির্বাচন উত্তর এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
সংবাদ সম্মেলনে ভবিষ্যতে উপজেলা নির্বাচন রাজনৈতিকভাবে করার চিন্তা রয়েছে বলেও জানান তিনি।