আত্মমর্যাদা ফিরে পাবার লড়াই

0
157
Print Friendly, PDF & Email

গ্রুপটা যতোই শক্তিশালী হোক না কেন, প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়বে অস্ট্রেলিয়া-তা ঘূর্ণাক্ষরেও কি ভেবেছিল কেউ? অথচ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় ঘণ্টা বেজে যাওয়া দলটি আত্মমর্যাদা ফিরে পাওয়ার লড়াই যে করতে পারেনি অস্ট্রেলিয়ার সঙ্গে। ভারতের ১৬৯/৭’র জবাব দিতে এসে ৭৩ রানে গেছে হেরে অস্ট্রেলিয়া! বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে যে টি-২০’র শিরোপা দূর আকাশের তারা, সেই বাস্তবতার মুখোমুখি যে হতে হলো তাদের। সব হারিয়ে তাদের এখন পরীক্ষা একটাই, গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচ। আনুষ্ঠানিকতার ম্যাচে দুই আন্ডারডগের লড়াইটা দু’দলের কাছেই আবার আত্মমর্যাদা ফিরে পাওয়া! সুপার টেন-এ জয়হীন দল দু’টি আজ সব হারিয়ে সে লড়াইয়েই অবতীর্ণ। বাংলাদেশ খুঁজছে সান্ত¦না, সে সান্ত¦না খুঁজছে অস্ট্রেলিয়াও।
হংকংয়ের কাছে এক হার মনোবলে ধাক্কা দিয়েছে এতোটা যে, সেই ধাক্কা কাটিয়ে ওঠার উপায়ই যে ভুলে গেছে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের স্বাগতিক হয়েও সেমিফাইনাল, ফাইনালে দর্শক হয়ে থাকার কষ্টটা লাঘবে শেষ ম্যাচকেই যে বেছে নিতে হচ্ছে বাংলাদেশকে। অধিনায়ক মুশফিকুরের সামনে যখন একটি পথই খোলা, তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া ছাড়া উপায় যে নেই তার। গতপরশু পাকিস্তানের কাছে ৫০ রানে হারের পর সেই লক্ষ্যের কথাই শুনিয়েছেন-‘ আর একটি ম্যাচ আছে , চেষ্টা করবো সঠিক কম্বিনেশন যেনো খেলাতে পারি। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা, সেটা মাথায় রেখে দল গঠন করবো। শেষটা অন্তত যেনো দর্শকের মুখে হাসি ফোটাতে পারি, সে প্রত্যাশাই করছি।’ অস্ট্রেলিয়া অল রাউন্ডার শেন ওয়াটসনের কণ্ঠেও প্রায় একই সুর-‘আমাদের উদ্বুদ্ধ হতে হবে। ব্যক্তিগতভাবে হার পছন্দ করি না। দল হিসেবেও আমরা চাইনা হারতে।’
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ যখন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় অবতীর্ণ হচ্ছে ‘ডু অর ডাই ম্যাচে’, সেমিফাইনালের আগে ফাইনালে গণ্য তাদের ওই ম্যাচটি, তখন সব হারিয়ে শেষটা ভাল করার পণ বাংলাদেশ, অস্ট্রেলিয়ার! আইসিসি’র র‌্যাংকিংয়ে ৬ নম্বর দলের সঙ্গে লড়াইটা ১০ নম্বরের। অস্ট্রেলিয়ার সঙ্গে ২ বার মুখোমুখি বাংলাদেশ টি-২০তে, দু’বারই বিশ্বকাপে। ২০০৭-এ কেপটাউনে ৯ উইকেট, আর ২০১০ এ  বারবাডোজে ২৭ রানে হার। বাংলাদেশের কাছে গণ্য তাই এই ম্যাচটি বদলার ম্যাচে। অন্যদিকে অস্ট্রেলিয়ার লক্ষ্য সেখানে বাংলাদেশের বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে অতীত সাফল্য অব্যাহত রাখা। আজ বেলা সাড়ে তিনটায় এমন এক ম্যাচকে সামনে রেখে হাঁটুর ইনজুরিতে শেষ হয়ে গেছে মাশরাফির টি-২০ বিশ্বকাপ। এমন এক ম্যাচকে সামনে রেখে গতকাল দু’দলের কেউ করেনি অনুশীলন। রুমে বসে, জিম করে, আর আত্মসমালোচনা করে হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টাই যে করেছে তারা

শেয়ার করুন