জেলার পুলিশ সদস্য সিদ্ধান্ত সরকার হত্যা মামলায় বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সোমবার বেলা সোয়া ১১টায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল হোসেন তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন- বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা সাংগঠনিক সম্পাদক এড. শাহীন শওকত খালেক, জেলা বিএনপির সহ-সভাপতি এড. তোফাজ্জল হোসেন তকি, জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল, যুগ্ম আহ্বায়ক জামিউল রহমান এবং মহানগর জামায়াতের সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর।