পাকিস্তানে বন্দুক হামলায় বিচারপতিসহ নিহত ১১

0
125
Print Friendly, PDF & Email

পাকিস্তানের ইসলামাবাদের এক জেলা আদালতে সোমবার বন্দুকধারীদের হামলায় এক বিচারপতিসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন। পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা বিবিসি এ খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, সোমবার রাজধানী ইসলামাবাদের এফ-৮ এলাকার এক আদালত চত্বরে অকস্মাৎ অজ্ঞাতনামা বন্দুকধারীরা হামলা শুরু করে। এ সময় তারা বেশ কয়েকটি গ্রানেডও ছুড়ে মারে। এতে এক বিচারপতিসহ ১১ জন নিহত হন। নিহত বিচারকের নাম রাফাকাত আওয়াম ।

এ সময় গোটা আদালত পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীদের হাত থেকে বাঁচতে আইনজীবীদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করতে দেখা যায়।

পুলিশ কর্মকর্তা নবী আওয়াম বলেন, অজ্ঞাতনামা বন্দুকধারীরা বিচারক ও আইনজীবীদের চেম্বার লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। তবে এটি সন্ত্রাসী হামলা কিনা সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানায়, সোমবার এক অপরাধী বন্দিকে আদালতে হাজির করার সময় তার বন্ধু তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে হামলার ঘটনা শুরু হয়। হামলার পর আদালত চত্বরটি চারদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ।

পাকিস্তানী টিভি ফুটেজে দেখা যায়, হামলায় আদালত চত্বরের বিভিন্ন দেয়াল এবং ভবনের কয়েকটি জানালা ভেঙে গেছে। বিধ্বস্ত ভবন থেকে হতাহতদের বের করে আনা হচ্ছে।

শেয়ার করুন