‘মাত্র ৯৯’ শতাংশ নম্বর পাওয়ায় ৪টি সুঁই পেটে ঢুকালো শিশু!

0
101
Print Friendly, PDF & Email

বার্ষিক পরীক্ষায় ‘মাত্র’ ৯৯ শতাংশ নম্বর পেয়ে কৃতকার্য হওয়ায় চীনের ৯ বছরের এক শিশু নিজের পেটে সেলাইয়ের ৪টি সুঁই ঢুকিয়ে দিয়েছে। ১ শতাংশ বেশি অর্থাৎ পুরোপুরি ১০০ শতাংশ নম্বর না পাওয়ায় নিজেকে শাস্তি দিতে পেটে সুঁই ঢুকিয়ে দেয় শিশুটি। এর আগে ১০০-তে ১০০ নম্বর পেলেও এবার আর তা হয়নি। এদিকে শিশুটির পাকস্থলীতে ঢুকে যায় সুঁইগুলো। দেশটির হেইলংজিয়াং প্রদেশের চিকিৎসকরা ৪টি সুঁই অপসারণে ২ ঘণ্টার বেশি সময় অস্ত্রোপচার করেন। সন্তানকে গোসল করানোর সময় পিতা পেটের ওপর ফুলে ওঠার বিষয়টি খেয়াল করেছিলেন। কিন্তু, শিশুটি কোনভাবে তার পিতাকে কাছ থেকে পেটের ফোলা অংশ দেখতে দিতে চায়নি। এরপর পেটে তীব্র ব্যথা হওয়ায় শিশুটিকে দ্রুত হারিবিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্য সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালে ভর্তি করা হয়। শীতকালীন ছুটির শুরুতে দুটি এবং নতুন বছরে নতুন ক্লাস শুরুর ঠিক আগে দুটি সুঁই ঢুকিয়েছিল বলে জানায় শিশুটি। বিভিন্ন জরিপে দেখা গেছে, চীনের শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষায় সফল হওয়ার জন্য অনেক আগে থেকেই চাপ বাড়তে থাকে। দেশটিতে মাধ্যমিক পর্যায়ে পড়ালেখা করা শিক্ষার্থীদের প্রতি ৪ জনের মধ্যে ১ জনের আত্মহত্যা প্রবণতা থাকে। রিপোর্টে বলা হয়, উদ্বেগজনকভাবে ২০০৯ সালে বিশ্বে সবচেয়ে বেশি মানসিক চাপ নিয়ে পড়াশোনার ক্ষেত্রে চীনের শিক্ষার্থীরা ছিল প্রথম স্থানে। জাপান, যুক্তরাষ্ট্র ও কোরিয়ার তুলনায় উচ্চ বিদ্যালয়ে সবচেয়ে বেশি সময় পড়াশোনায় কাটাতে হয় চীনের শিক্ষার্থীদের।

শেয়ার করুন