অপহরণের পর মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত স্কুলছাত্রের নাম আশরাফুল ইসলাম (১৩)। সে শ্রীমঙ্গল উপজেলার দি বাডর্স রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র। গত শনিবার রাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। রবিবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের পরিবার দাবি করেছে, আশরাফুলের দুরসম্পর্কের চাচা মাহফুজুর রহমান কনসার্টের কথা বলে তাকে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারে নিয়ে যায়। রাতে ফোনে আশরাফুলের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়। পুলিশ অভিযুক্ত লুবানকে রবিবার বিকাল ৪ টায় আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে লুবান অপহরণের কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি মোতাবেক রাজনগরের মনসুরনগর ইউনিয়নের শ্বাসমহল গ্রামের মনু নদীর পাড় থেকে আশরাফুলের লাশ উদ্ধার করে পুলিশ। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ ঘটনাটি নিশ্চিত করে জানান, এই ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা হয়েছে।