ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে ৩ ভাইসহ গুলিবিদ্ধ ৪

0
179
Print Friendly, PDF & Email

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে তিন ভাইসহ চার বাংলাদেশি আহত হয়েছেন। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন উপজেলার চড়ইগাতি গ্রামের দবিরউদ্দিনের ছেলে জালালউদ্দিন (৩০), আব্দুল সামাদ (২৮) ও সাদেকুল ইসলাম (২৫)  এবং একই গ্রামের তসনদ্দিনের ছেলে রমিজউদ্দিন । আহতদের মধ্যে জালালউদ্দিন ও রমিজউদ্দিনের অবস্থা গুরুতর। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, ভোরে এ চারজনসহ আরো কয়েকজন গরু আনতে ভারতের সীমান্তে প্রবেশের চেষ্টা করছিল। তারা দুহাজারি সীমান্তের ৩৮০ নং মেইন পিলারের কাছে গেলে ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বড়দিয়া ক্যাম্প পুলিশ তাদের গুলি করে। এতে একই পরিবারের তিনজনসহ চারজন গুলিবিদ্ধ হন। তবে এ ঘটনায় আরো কয়েকজনের আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে

শেয়ার করুন