`সব মহিলাই জীবনে একবার অন্য মহিলায় আসক্ত হয়’

0
144
Print Friendly, PDF & Email

জীবনে সব নারীই কোনো না কোনো সময়ে অন্য নারীর প্রতি আসক্তি হয়। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই।” বক্তা হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। সমকামিতা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক ও সমালোচনার মধ্যে চল্লিশোর্ধ এই অভিনেত্রীর খোলাখুলি বক্তব্য অনেকেরই কপালে ভাঁজ ফেলেছে।

এক সময়ে জাস্টিন টিমবারকলেকের মতো অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িত থাকা ক্যামেরন ডিয়াজ বলেছেন, “মহিলারা সুন্দর। সম্পূর্ণ সুন্দর। আমি মনে করি, সব মহিলাই কখনো না কখনো অন্য নারীর প্রতি যৌন আকর্ষণ বোধ করেছেন। এটা বলা যেতে পারে একজন নারীর সৌন্দর্যের প্রতি অন্য এক নারীর প্রশংসা ও যোগসূত্রতা। এটা খুবই স্বাভাবিক একটা অনুভূতি।

শেয়ার করুন