নাটোরের সিংড়ায় সন্ত্রাসী হামলায় আবু বক্কর সিদ্দিক ( ৬২ ) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।
তিনি স্থানীয় আওয়ামী লীগ কর্মী বলে জানান ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তপন সরকার।
নিহত আবু বক্কর সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইড় বালালপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৫টার দিকে একদল সন্ত্রাসী বাড়িতে হামলা চালিয়ে অবু বক্কর সিদ্দিককে কুপিয়ে গুরুতর জখম করে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।