টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনের ১১৭টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে। ১১৬টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয় দুই হাজার ২৩৬ ভোটে এগিয়ে আছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৭৩ হাজার ৫৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেক মিঞা পেয়েছেন ৭১ হাজার ৩২৯ ভোট। আর স্থগিত কেন্দ্রের ভোট সংখ্যা দুই হাজার ৭০১।
জানা যায়, সখীপুর উপজেলার ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসার শুকুর মাহমুদ নিজেই নৌকা প্রতীকে সিল দেয়ার পর ভোটাররা ভোট দিতে এলে ব্যালট পেপার শেষ হওয়ায় আর ভোট গ্রহণ করা সম্ভব হয়নি। তখন ভোটাররা ক্ষিপ্ত হয়ে প্রিসাইডিং অফিসারকে মারধর করেন। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহরকারী রিটার্নিং অফিসার হাবিবা আক্তার ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন। রাত পৌনে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা বা স্থগিত করা হয়নি।