বিদেশ থেকে চোরাই পথে ভারতে প্রতিদিন ৭০০ কেজি সোনা ঢোকে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় শুল্ক ও অর্থনিতিক গোয়ন্দা দফতর। তারা জানিয়েছে, সম্প্রতি ভারতে চোরাপথে সোনা আনার প্রবণতা বেড়েছে। গত এক বছরে চোরা পথে সোনা আনার প্রবণতা বেড়েছে প্রায় ৩০০ শতাংশ।
ভারতে মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিমের হাতে খড়ি সোনা পাচার থেকেই।
বৈদেশিক মুদ্রার খরচ কমাতে সোনা আমদানিতে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।
গোয়ন্দা সূত্র দাবি করেছে, চোরাপথে সোনা আনার প্রবণতা কারণে ২০১৩ সালে সোনা আমদানি ১ লক্ষ ৬২ হাজার কেজি থেকে একলাফে কমে দাঁড়ায় ১৯ হাজার ৩০০ কেজিতে।