জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেই মুহম্মদ এরশাদ বলেছেন, পাঁচ বছরের আগে দেশে জাতীয় নির্বাচন করার কোনো সুযোগ নেই।
তিনি আজ দুপুরে নিজ বাস ভবন রংপুরের পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
এরশাদ বলেন, বর্তমান সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে এবং তারা পূর্ণ মেয়াদই ক্ষমতায় থাকবেন বলে তিনি মনে করেন। ইতোমধ্যে আওয়ামী লীগ সরকার নিজেদের গুছিয়ে নিয়েছে, অবস্থান সুদৃঢ় করেছে।
এরশাদ বলেন, নতুন করে নির্বাচন করার জন্য যে আন্দোলন-সংগ্রাম হওয়া দরকার তা এখন নেই। হরতাল-অবরোধে মানুষ অনেক কষ্ট করেছে তারা এই মূহুর্তে আন্দোলন সংগ্রাম চায়না। কাজেই মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনাও নেই।
তিনি দাবি করেন, জাতীয় পার্টি এখন প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্বশীলের পরিচয় দিচ্ছে।
রওশন এরশাদ প্রসঙ্গে তিনি বলেন, তার শরীর খারাপ। পাঁচ বছর পর তিনি নির্বাচন করতে পারবেন কিনা এ নিয়ে সংশয় রয়েছে। তিনি বলেন, রওশন এরশাদ নির্বাচন করতে চান নি। পরিস্থিতিতে বাধ্য হয়ে নির্বাচন করেছেন। তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমিই জাতীয় পার্টির চেয়ারম্যান। এখানে রওশন এরশাদের চেয়ারম্যান হওয়ার কোনো সুযোগ নেই।