সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলায় শিবির সভাপতি আসাদুজ্জামান সাফিসহ নয়জন নেতাকর্মী আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
এ ঘটনার পর ইনস্টিটিউটের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানের সব কাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সভাপতি আসাদুজ্জামান কয়েকজন কর্মী সমর্থক নিয়ে শুক্রবার মাগরিবের নামাজ পড়ার জন্য ক্যাম্পাস দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় আগ থেকে ওঁৎ পেতে থাকা ছাত্রলীগ সভাপতি সৈকত চন্দ্র রিমির নেতৃত্বে ছাত্রলীগকর্মীরা তাদের উপর হামলা চালায়। এ সময় এক ছাত্রলীগকর্মী কাছ থেকে সাফিকে লক্ষ্য করে গুলি করে। গুলি সাফির বুকে লাগে। ছাত্রলীগকর্মীরা উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেছে এরশাদ আলী নামের আরেক শিবিরকর্মীকে। এ ছাড়া, আহতদের মধ্যে শিবিরের সেক্রেটারি শরিফুল আলম, ওয়ালী উল্লাহ, মাজেদ আহমদ, সাদিকুর রহমান, লায়েক আহমদ, ওয়াহিদুজ্জামান ও জহির খান রয়েছেন। আহতরা নগরীর একটি হাসপাতালে চিকিৎসা নেন।
পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল সুশান্ত কুমার বসু জানান, উদ্ভূত পরিস্থিতিতে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে, ১ এপ্রিল থেকে পরীা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানান অধ্যক্ষ।