নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় একজন নিহত

0
159
Print Friendly, PDF & Email

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলকায় ট্রাকের ধাক্কায় আবুল কালাম আজাদ (৫২) নামে এক জুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আবুল কালাম আজাদ গড়মাটি গ্রামের আব্দুস সালাম মাষ্টারের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক জহির উদ্দিন জানান, শনিবার দূপুরে আবুল কালাম আজাদ মোটরসাইকেল নিয়ে বনপাড়া যাওয়ার জন্য গড়মাটি এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক (ঢাকা মেট্রো ন-১১-৪৯৪৯) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘাতক ট্রাককে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন