জুনে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের কার্যাদেশ : যোগাযোগমন্ত্রী

0
129
Print Friendly, PDF & Email

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণ কাজ বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। সেতুর মূল অবকাঠামো নির্মাণের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী জুন মাসেই সেতুর মূল অবকাঠামো নির্মানের কার্যাদেশ দেয়া হবে।
তিনি আজ শনিবার সকালে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পুরাতন মাওয়া ঘাট এলাকা ও দোগাছি পদ্মা সেতুর সার্ভিস এরিয়া পরিদর্শন করতে এসে একথা বলেন। পরে মন্ত্রী মাওয়ার রেস্ট হাউজে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
ওবায়দুল কাদের বলেন, চলতি অর্থ বছরে পদ্মা সেতু নির্মাণের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ৮ হাজার কোটি টাকার বরাদ্দ আসতে পারে। এছাড়া পদ্মার দুই পাশে ১৮শ’ কোটি টাকার কাজ চলমান রয়েছে।
পরিদর্শনকালে মন্ত্রী আরো বলেন, পদ্মা নদী তীর সংরক্ষণের জন্য মাওয়া এলাকায় ১৩ কিলোমিটার এলাকায় পাইলট প্রটেকশন কাজ অব্যাহত রয়েছে। বিশ্বব্যাংকের নির্ধারিত তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান পদ্মা সেতু নির্মাণ কাজে দরপত্র জমা দিয়েছে। তবে বর্ষার আগে মাওয়াঘাট স্থানান্তর না করায় সেতু নির্মাণ কাজের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
এ সময় মেজর জেনারেল মো. আবু সাঈদ মোহাম্মদ মাসুদ, ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার, কর্নেল নুরুল ইসলাম, সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শরফুল ইসলাম, তোফাজ্জেল হোসনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন