ভারতের বর্তমান সরকারের আমলে তিস্তা চুক্তি সম্ভব নয় : পররাষ্ট্রমন্ত্রী

0
149
Print Friendly, PDF & Email

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ভারতের বর্তমান সরকার ক্ষমতায় থাকতে তিস্তা চুক্তি সম্ভব নয়। ভারতের নির্বাচনের পরে এই চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার বাংলা একাডেমী মিলনায়তনে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত “একটিভ সিটিজেনস এচিভারস সামিট-২০১৪” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জিয়া নিজে ক্ষমতায় থাকতেও রাষ্ট্রপতি দাবি করেননি। জিয়াকে রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি দেয়া ইতিহাস বিকৃতির নামান্তর। তিনি আরও বলেন, শিশু এবং তরুণদের মন থেকে দেশের ইতিহাস মুছে ফেলার জন্য বিগত বিএনপি-জামায়াত সরকারের সময়ে পাঠ্যবই থেকে সঠিক ইতিহাস বাদ দেয়া হয়েছিল। বর্তমান সরকার মতায় এসে আবার সঠিক ইতিহাস ফিরিয়ে এনেছে।

শেয়ার করুন