দেশে তৈরী এমভি বাঙালির যাত্রা শুরু

0
191
Print Friendly, PDF & Email

চাঁদপুর হয়ে ঢাকা-বরিশাল নৌপথে যাত্রা শুরু করল যাত্রীবাহী জাহাজ এমভি বাঙালি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার রাজধানীর সদরঘাটে আনুষ্ঠানিকভাবে জাহাজটির উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী ৭৫০ জন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন এই জাহাজে করে চাঁদপুরের মোহনপুর পর্যন্ত ভ্রমণ করেন।
২৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে দেশীয়ভাবে জাহাজটি তৈরি করা হয়েছে।
এই জাহাজে চারটি একক ভিআইপি বা পরিবার স্যুট, ৩৪টি দ্বৈত কেবিন ও চারটি একক কেবিন, ১৮টি দ্বৈত কেবিন ও ৮৪টি চেয়ার রয়েছে।
জাহাজটির দৈর্ঘ্য ৭৫.৭৫ মিটার, প্রস্ত ১২.৫০ মিটার, উচ্চতা ৩.০০ মিটার। এর গতিবেগ ঘণ্টায় ১১.৫০ নটিক্যাল মাইল বা ২০. ৩৭ কিলোমিটার।

শেয়ার করুন