ফরচুন ম্যাগাজিনের ‘৫০ শীর্ষ নেতা’র তালিকায় স্থান পেয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। তালিকার ৩২ নম্বর অবস্থানে রয়েছেন তিনি। ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ফরচুনের পর্যবেক্ষণে বলা হয়, ব্রাকের এক লাখ কর্মী এশিয়া ও আফ্রিকার ১০টি দেশে কোটি কোটি মানুষকে সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষ অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফরচুন ম্যাগাজিনের শীর্ষ ৫০ নেতার তালিকায় রয়েছেন ধর্মগুরু পোপ ফ্রান্সিস, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, ফোর্ড মোটরের প্রধান নির্বাহী অ্যালান মুলালি, মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তালিকায় আরও রয়েছেন মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি, সংগীত শিল্পী বোনো, বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা, হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই। ১৯৭২ সালে বাংলাদেশ রুরাল এ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) প্রতিষ্ঠা করেন ফজলে হাসান আবেদ। ২০১০ সালে তিনি নাইট উপাধি পান।