টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে একজন প্রকৌশলীকে পেটানোর অভিযোগ উঠেছে। মন্ত্রীর লাঠির আঘাতে আহত হয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) পূর্ণ চন্দ্র পাল। শুক্রবার রাত ৯টার দিকে কালিহাতী উপজেলা সদরে মন্ত্রীর বাসায় এ ঘটনা ঘটে।
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, কালিহাতী উপজেলায় বিদ্যুত নিয়ে বিভিন্ন অভিযোগ ও লোডশেডিং নিয়ে কথা বলার জন্য মন্ত্রী লতিফ সিদ্দিকী বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে ডেকে পাঠান। কিন্তু তিনি কর্মস্থলে না থাকায় রাতে মন্ত্রীর বাসায় যান পূর্ণ চন্দ্র পাল। সেখানে গিয়ে পূর্ণ চন্দ্র পাল মন্ত্রীর সামনে পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন। এজন্য মন্ত্রী তাকে প্রথমে গালমন্দ করেন এবং এক পর্যায় তার সামনে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।
তবে আহত পূর্ণ কেন্দ্র পাল জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসা নিয়ে আবার মন্ত্রীর বাসায় গেলে মন্ত্রী তার কাছে ‘ক্ষমা চেয়ে’ নিয়েছেন।