বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউড়ি বাজারে প্রায় ২৯৫ কেজি (সাড়ে সাত মণ) ওজনের সামুদ্রিক কৈ কোরাল মাছ প্রতি কেজি বিক্রয় হয়েছে ৮০০ টাকা দরে। গতকাল দুপুর ১২টা থেকে এই মাছ বিক্রি করেন লোকমান হোসেন নামের এক মাছ ব্যবসায়ী।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে নগরীর ফিশারিঘাট থেকে পাইকারি দামে মাছটি কিনে আনেন তিনি। মাছটি বাজারে আনার পর সেটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে।
লোকমান হোসেন জানান, মাছটি বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ধরা পড়ে। এটির ওজন ২৯৫ কেজি (প্রায় সাড়ে সাত মণ)। প্রতি কেজি ৮০০ টাকা হিসেবে এ মাছটি বিক্রি থেকে আয় হবে ২ লাখ ৩৬ হাজার টাকা। তবে গতকাল দুপুর ১২টা থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩ কেজি মাছ বিক্রি করেন বলে লোকমান জানান।