সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হয়েছে। সংঘর্ষ চলাকালে ২টি বাড়ি ও ১ টি মোটর সাইকেল ভাংচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। বিএনপি সমর্থিত প্রার্থী আতাউর রহমান অভিযোগ করে জানান, বেশ কয়েক দিন থেকেই আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোহাম্মাদ আলীর লোকজন তার কর্মী ও সমর্থকদের হুমকি দিয়ে আসছিলে। শুক্রবার সকালে তার এক আত্মীয় স্থানীয় বাজারে গেলে মোহাম্মাদ আলীর সমর্থকেরা তার উপর হামলা করে এবং মোটর সাইকেল ভাংচুর করে। খবর পেয়ে আতাউর রহমান সেখানে যাবার পথে তার সাথে থাকা কর্মীদের উপর হামলা করে। এর আগে রাজাপুর গ্রামের আতাউর রহমানের সমর্থক মজনু মোল্লার বাড়ীতে হামলা করে বাড়ী ভাংচুর করে। এ সময় হামলাকারীদের আঘাতে মজনু মোল্লার মেয়ে আহত হয়। অপরদিকে অভিযোগের বিষয়ে মোহাম্মাদ আলী জানান, বেশ কয়েকদিন আগে আমার কিছু পোষ্টার আতাউর রহমানের কর্মীরা ছিঁড়ে ফেলে। সে সময় যারা আমার পোষ্টার ছিঁড়তে বাধা দিয়েছিল, তাদের উপরই আজকে তার লোকজন হামলা করেছে। এছাড়া তারা আজ আমার সমর্থক মজিদের বাড়ীও ভাংচুর করেছে। আমরা শুধু প্রতিহত করেছি মাত্র। উল্লেখ্য আগামী ৩১শে মার্চ বেলকুচি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে এমন ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করেছে। f