সিনেমা আর বাস্তবটা যে মোটেই এক রকম নয় তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন এ তারকা। কারণ দেব নিজেই নিজের এক বক্তব্যের কারণে ফেঁসে গিয়েছেন,যার জন্য কিনা হয়ে যেতে পারে জেল-জরিমানাও!
একটি দৈনিকে দেবের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। “ভোটের উত্তেজনা ধর্ষণের মত, হয় চিৎকার কর নয় উপভোগ কর”, এই বক্তব্য নিয়েই ওঠে বিতর্কের ঝড়। তার এ বক্তব্যের মাধ্যমে নারীদের প্রতি অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
সিপিআইএম এর মহিলা সংগঠন দেবের বিরুদ্ধে এ অভিযোগ জানায় নির্বাচন কমিশনের কাছে। একটি পত্রিকায় ধর্ষণের মত স্পর্শকাতর বিষয় নিয়ে বক্তব্য পেশ করার অভিযোগের তদন্ত করতে ওই পত্রিকার কাছ থেকে সিডি চেয়ে পাঠায় কমিশন। অভিযোগ প্রমাণিত হলে কমিশন দেবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। মহিলাদের বিরুদ্ধে কটূক্তি করার জন্য শাস্তি হিসেবে এই তারকার তিন বছরের জেল এবং জরিমানাও হতে পারে। এর মধ্যেই জেলাশাসক পুলিশকে দেবের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।