সাবেক সিটি মেয়র ও বরিশাল সদর আসনের এমপি শওকত হোসেন হিরণের সিটিস্ক্যান আজ সকালে করা হয়েছে। এরপরই তাকে ফের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি মেডিকেল বোর্ড আজ সন্ধ্যায় তার চিকিৎসা কার্যক্রম ও বর্তমান অবস্থান তুলে ধরবে। মেডিকেল বোর্ডই সিদ্ধান্ত নিবে চিকিৎসার পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে।
অন্যদিকে গতকাল সন্ধ্যা থেকে তার মৃত্যুর গুজব বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে করে উদ্বিগ্ন হয়ে উঠেন তার শুভকাঙ্ক্ষীরা। কিন্তু চিকিৎসকরা এ বিষয়ে কোনরকম মন্তব্য করেননি। উল্টো খবর ছড়িয়ে পড়ে হিরণ আর নেই।
এর আগে সোমবার দিবাগত রাত (বাংলাদেশ সময়) পৌনে দুইটায় হিরণকে বহনকারী থাই এয়ারএম্বুলেনসের বিমানটি সিঙ্গাপুর পৌঁছায়।