রনবীর-ক্যাটরিনা বিয়ে ২০১৫ সালে?

0
195
Print Friendly, PDF & Email

আগামী বছর তথা ২০১৫ সালেই বলিউডের শীর্ষ দুই তারকা রনবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বিয়ে হবে? এই জুটি নিয়ে এমনই গুজব নতুন করে চাউড় হয়েছে।
রনবীর ও ক্যাটরিনাকে নিয়ে কম আলোচনা হয়নি। তারা খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন- এমন খবরও প্রচার হয়েছিল। হঠাৎ ঝড়ে সব এলোমেলো হয়ে যায়।
প্রথমে বলা হয়েছিল, এই সম্পর্ক নষ্টের জন্য ক্যাটরিনাই দায়ী। তিনিই বিয়ে করে ক্যারিয়ার ঝুঁকিতে ফেলতে চাননি। পরে জানা যায়, আসলে রনবীরই ফিরিয়ে দিয়েছিলেন ক্যাটরিনাকে।
তবে এখন নাকি দুজনেই দুজনের অভাব অনুভব করছেন। আর এ কারণেই তারা বিয়ের কথা ভাবছেন।
তারা যা-ই ভাবুক, আপনি ভাবুন তো, বিয়ের দিন ক্যাটরিনা সাদা পোশাক পরবেন নাকি ভারতীয় ঐতিহ্য অনুসরণ করবেন

শেয়ার করুন