বরিশালের একটি ফেরিঘাটে বাস যাত্রীদের সঙ্গে অন্য বাসের কর্মীদের মধ্যে সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে বরিশালের লেবুখালী ফেরিঘাটে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো চারজন।নিহতের নাম জসিম হাওলাদার (২৮)। তিনি খেপুপাড়াগামী সাকুরা পরিবহনের চালকের সহকারী ছিলেন। তার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার বৈরকাঠী গ্রামে।
জানা গেছে, আজ ভোরে ফেরিঘাটের বাকেরগঞ্জ প্রান্তে যশোর থেকে কুয়াকাটাগামী একটি পিকনিক বাসের যাত্রীদের সঙ্গে সাকুরা ও সুগন্ধা পরিবহনের শ্রমিকদের এই সংঘর্ষ হয়। পিকনিক বাসটি লেবুখালী ফেরিতে ওঠার সময় সেটিকে অতিক্রম করে সাকুরা ও সুগন্ধা পরিবহনের বাস দুটি আগে উঠে যায়। এ নিয়ে ফেরিঘাটেই পিকনিক বাসের যাত্রীদের সঙ্গে বাস শ্রমিকদের কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ বাধে।