উপজেলা পরিষদ নির্বাচনে ভোট ডাকাতি, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলায় গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদে বিএনপি গতকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন, ইউএনও অফিস ঘেরাও এবং ইউএনওর মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
নরসিংদী সংবাদদাতা জানান, গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলা বিএনপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে। এ সময় জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনসহ উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান সুলতান উদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক দীল মোহাম্মদ দীপু, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি, এ কে এম গোলাম কবীর কামাল, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, সদর থানা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শহর, সাধারণ সম্পাদক আলহাজ ফারুক উদ্দীন ভূঞা প্রমুখ।
গাইবান্ধা সংবাদদাতা জানান, সদর উপজেলা বিএনপি গতকাল সদর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ঘেরাও ও ইউএনও হাফিজুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি প্রদান করার সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনি সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, দফতর সম্পাদক আব্দুল কাফি মণ্ডল, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম খামারী, আলমগীর সাদুল্যা দুদু, অ্যাডভোকেট হানিফ বেলাল, শফিকুল ইসলাম রুবেল, মকসুদ মিয়া, আব্দুল গণি সরকার, খান মো: কাওসার সুজন, শামিউল ইসলাম শামীম, মায়া রাণী, ওবাইদুর রহমান প্রমুখ।
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গতকাল দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কোয়াসিম উদ্দিন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম আহ্বায়ক আহম্মদ তায়েবুর রহমান হিরণ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম মোমেন খান কামাল, বিএনপি নেতা আ: সাত্তার মাস্টার, লোকমান হোসেন ফকির।
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন বিােভ মিছিল, সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে।
বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে দলীয় নেতাকর্মীদের এক বিশাল বিােভ মিছিল বের হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে। এ সময় বিএনপি নেতা দেওয়ান শামছুল আরেফিন শামীমের সভাপতিত্বে এক সংপ্তি সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহজাহান রানা, মো: হোসেন তফাদার, নুরুল হুদা পিন্টু, ছাত্রদল নেতা বেলায়েত হোসেন দিপু, ইউসুফ নবী বাবু প্রমুখ।
তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছে উপজেলা বিএনপি। পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক মো: আবদুল কাইয়ুম ভূঞা, সাবেক সভাপতি মো: ছাইদুজ্জামান মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখলাকুল ইসলাম অংকুর, আবদুল হাই আযাদ, মো: সারোয়ার আলম, শরীফ আহম্মেদ আলেক, সৈয়দ সাজেদুর রহমান মিল্টন, উপজেলা নির্বাচনে ১৯ দল সমর্থিত পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী নার্গিস সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইউএনও অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান করেছে চাটমোহর উপজেলা বিএনপি। গতকাল সকাল ১০টায় ইউএনও অফিস ঘেরাও করে সমাবেশে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও (সাবেক মেয়র) প্রফেসর আব্দুল মান্নান সভাপতিত্বে সংপ্তি বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি প্রথম যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস আলো মাস্টার, চাটমোহর উপজেলা জামায়াত আমির মো: তোরাব আলী বিশ্বাস, নিমাইচড়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মো: আবুল হোসেন প্রমুখ।
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামপুরে বিএনপির উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর সমর্থনে জেলা বিএনপির সদস্য ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান কবির মঞ্জিল, আওয়াল খান লোহানী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিােভ মিছিলসহ উপজেলা পরিষদ ঘেরাও করে ইউএনও মোহাম্মদ নজরুল ইসলামের কাছে স্মারকলিপি দেন।
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইউএনও অফিস ঘেরাও ও স্মারকলিপি দিয়েছে গুরুদাসপুর উপজেলা বিএনপি। গতকাল সকালে ইউএনও অফিস ঘেরাও করে সমাবেশে তয়েজউদ্দিনের সভাপতিত্বে সাবেক এমপি অধ্যাপক মোজাম্মেল হক, মহিলা দল সভানেত্রী অঞ্জলী আফসারী, সাধারণ সম্পাদক রোখসানা আক্তার লিপি, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারি আবুল কালাম আযাদ, ওলামা দল সেক্রেটারি হাজী আনিসুর রহমান বক্তব্য রাখেন।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউএনও দেবময় দেওয়ানের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক খন্দকার মীর হোসেন, পৌর যুবদল সভাপতি মোস্তফা অভি, উপজেলা ছাত্রদল সহসভাপতি কাজী রকিব, চিওড়া কলেজ ছাত্রদল সভাপতি দেলোয়ার হোসেন মাসুম প্রমুখ।
জামালপুর সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে গতকাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
জামালপুর জজ আদালত চত্বরে মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, অ্যাডভোকেট আনোয়ারুল কবীর, অ্যাডভোকেট বাদশা মিয়া, অ্যাডভোকেট দিদারুল ইসলাম, অ্যাডভোকেট রবিউল আলম প্রমুখ।
নওগাঁ সংবাদদাতা জানান, চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে ইউএনও অফিস ঘেরাও, বিােভ মিছিল, স্মারকলিপি প্রদান ও সমাবেশ করেছে নওগাঁ জেলা বিএনপি। গতকাল দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে শহরের দয়ালের মোড় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে উপজেলা পরিষদের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর থানা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ বকুল, বিএনপির সহসভাপতি বদরুল আলম নয়ন ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
নেত্রকোনা সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদ ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে নেত্রকোনা সদর উপজেলা বিএনপি। ইউএনও অফিস ঘেরাওকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, সালাউদ্দিন খান মিল্কী, অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহীন, সদর উপজেলা বিএনপি সভাপতি মজিবুর রহমান খান, সম্পাদক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, আব্দুল কদ্দুছ ফকির, হাফেজ মিজবাহ উদ্দিন মাসুদ, মাসুম হায়াত খান, ওয়ারেছ উদ্দিন ফারাস, মুশফিকুর রহমান কনক ও সানাউল্লাহ প্রমুখ। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মাদ মোস্তারী কাদেরীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সুনামগঞ্জ সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কালেক্টর চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।
ফুলতলা (খুলনা) সংবাদদাতা জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল খুলনার ফুলতলা ইউএনও অফিস ঘেরাও ও স্মারকলিপি পেশ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন মিঠু প্রমুখ।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে উপজেলা বিএনপি। গতকাল উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহনূরুল কবির শাহীন ও ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি ফরিদ উদ্দিনের নেতৃত্বে উপজেলা বিএনপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ জানায়। প্রতিবাদ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বগুড়া অফিস জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিমের কাছে সদর উপজেলা বিএনপির প থেকে স্মারকলিপি প্রদান করেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম। এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীন, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাহিন, মেহেদী হাসান হিমু, জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।