জিয়াউর রহমান নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস যারা বিকৃত করছে তারাই এখন রাষ্ট্রপতি নিয়ে নতুন ফর্মূলা দিচ্ছে। তারা এখন ফর্মূলা পাল্টেছে, এতোদিন বলেছেন জিয়া স্বাধীনতার ঘোষক, এখন বলছেন প্রথম রাষ্ট্রপতি। বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমার, প্রথম উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার বিকেলে কৃষিবীদ ইনস্টিটিউটে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, টিআইএ সহ বিদেশি বিভিন্ন সংস্থা, দেশি-বিদেশি পত্রপত্রিকা সব জায়গাতেই আছে ২৬ মার্চ কে স্বাধীনতা ঘোষণা করেছিলেন।
তিনি আরো বলেন, ৭৫’র পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানালো, মান্নান খানকে মন্ত্রী বানালো, বঙ্গবন্ধুর হত্যাকারীদের পূনর্বাসন করেছে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হলে কিভাবে তিনি এদের জন্য এসব করেছেন।