শপথ নিতে এসে ৩ উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

0
150
Print Friendly, PDF & Email

রংপুরে শপথ নিতে এসে বিএনপি-জামায়াত সমর্থিত তিনজন উপজেলা চেয়ারম্যান এবং দুইজন ভাইস-চেয়ারম্যান গ্রেফতার হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বর থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর গোলাম রব্বানী এবং ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুল বাছেদ মারজাদ, পঞ্চগড়ের আটোয়ারি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান এবং ভাইস চেয়ারম্যান ও ছাত্রদল উপজেলা সভাপতি শাহজাহান আলী এবং পঞ্চগড়ের বোদা উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সাফিউল ইসলাম সুফি।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধাদান, গাছ কেটে রাস্তায় ব্যারিকেট সৃষ্টি, ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, ভাংচুর ও নাশকতার অভিযোগে স্ব স্ব থানায় মামলা রয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি ১ম ও ২৭ ফেব্রুয়ারি ২য় দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত রংপুর বিভাগের ৩৩টি উপজেলার ৪৮ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারনম্যান আজ রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ নিতে আসেন।

শেয়ার করুন